করোনা সংক্রমণে আরও রাশ টানতে ১৫ দিনের বিধিনিষেধ বৃদ্ধি রাজ্যের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে লকডাউনের মেয়াদ আরও ১৫দিন বাড়িয়ে দেওয়া হল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই ঘোষণা করেছেন। চলতি লকডাউনের যে সমস্ত বিধিনিষেধ চালু আছে সেই সমস্ত নিয়মই বলবৎ থাকছে আগামী ১৫জুন পর্যন্ত বলে জানানো হয়েছে। 

বিজ্ঞাপন
এখনকার নিয়মেই বাজার-দোকান বন্ধ থাকবে। বাইরে বেরনোতেও রয়েছে নিষেধাজ্ঞা। মিষ্টির দোকানও খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আগের নিয়মেই খোলা থাকবে সমস্ত জরুরি পরিষেবা। উল্লেখ্য কড়া বিধিনিষেধে সুফল পেয়েছে রাজ্য। করোনা সংক্রমণের দৈনিক হার কমেছে রাজ্যে। তাই এই বিধিনিষেধকেই হাতিয়ার করে করোনাকে আরও খানিকটা বাগে আনতে চাইছে রাজ্য। বৃহস্পতিবার তাই কড়া বিধিনিষেধের সময়সীমা আরও খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার 
উল্লেখ করেছেন যে, এটা লকডাউন বা কার্ফু নয়। সংক্রমণ রুখতে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে মাত্র। কার্ফু এবং লকডাউনে আলাদা আইন রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যবাসীকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘বিধি নিষেধ জারি করায় কোভিড কমেছে। রাজ্যের মানুষ সহযোগিতা করে নিজেরাই নিজেদের রক্ষা করেছেন।’

আরো পড়ুন