কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবীতে অনশন অষ্টম দিনে পড়লো, অসুস্থ কয়েকজন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কলেজের অস্থায়ী কর্মীদের সরকারি স্বীকৃতি ও ৬০ বছর পর্যন্ত কাজের সুনিশ্চয়তা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীদের অনশন অষ্টম দিনে পা দিল মঙ্গলবার। গত আটদিন ধরে নিজেদের প্রাপ্য দাবী আদায়ের স্বপক্ষে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতির সদস্যরা লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন রায়নার শ্যামসুন্দর কলেজের সামনে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার লাগাতার এই অনশনের জেরে কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে অনশন মঞ্চে ছুটে আসেন রায়নার বিডিও। অসুস্থদের দ্রুত চিকিৎসার উদ্যোগ নেন তিনি। আন্দোলনকারীরা এদিন জানিয়েছেন,  গোটা রাজ্যে প্রায় সাড়ে ৮হাজার এবং পূর্ব বর্ধমানের ১৭টি কলেজের প্রায় ১৫০ জন অস্থায়ী অশিক্ষক কর্মী রয়েছেন। তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্থায়ীকরণের দাবি জানানো হলেও সরকার অস্থায়ী কর্মীদের জন্য কোন ব্যবস্থা না নেওয়ায় তাঁরা বাধ্য হয়েই অনশন শুরু করেছেন। 

তাঁরা জানিয়েছেন, সরকার তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অনশন চলবে। দরকারে কলকাতার রাজ পথে মৃত্যুবরণ করার হুমকিও দিয়েছেন এদিন অনশনকারীরা।

আরো পড়ুন