---Advertisement---

কাটোয়া – হাওড়া লোকালে আগুন আতঙ্ক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: কাটোয়া – হাওড়া লোকালে আগুন আতঙ্ক। শুক্রবার সকালে কালনা স্টেশনে  ট্রেনটি ঢুকতেই হুড়মুড় করে ট্রেন থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে নামতে শুরু করেন। দিনের ব্যস্ততম সময়ে ট্রেনের নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি রেলের মেকানিকরা এসে ট্রেনের কামরার নিচের যে অংশ থেকে ধোঁয়া বের হচ্ছিল সেই জায়গা পরীক্ষা করে দেখেন। 

বিজ্ঞাপন
প্রায় ১৫মিনিট অপেক্ষা করার পর ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় লোকাল টি। রেল সূত্রে জানা গেছে, ব্রেক বাইন্ডিং এর কারণে ঘর্ষনের ফলে চাকা গরম হয়ে অল্প ধোঁয়া বেরিয়েছিল। ট্রেন দাঁড় করিয়ে সেটি ঠিক করে ফের রওনা করে দেওয়া হয়েছে লোকাল টিকে।
See also  হঠাৎ বাস বিকল রাস্তায়, বিপাকে ৩২জন মাধ্যমিক পরীক্ষার্থী, সমাধানে অভিভাবকের ভূমিকায় পুলিশ আধিকারিক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---