ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান এন সি সি অফিসে সম্বর্ধনা দেওয়া হল আসানসোলের ক্যাডেট চেতনা রাহিকে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তার হাতে পুরস্কার তুলে দিলেন এন সি সি র কর্তারা। গত তিন বছরে রাইফেল শুটিং এ অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে সে। চেতনা রাহি আসানসোল গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনবছর ধরে এন সি সি র সাথেও যুক্ত সে। গতবছর এন সি সি ইন্টার ডাইরেক্টরেট শুটিং প্রতিযোগিতার দুটি ইভেন্টে অংশ নিয়ে দুটি স্বর্ণপদক জিতে নেয় চেতনা। এছাড়াও অল ইন্ডিয়া জি বি মবলঙ্কর ট্রফিতেও শীর্ষে ছিল সে। জাতীয় পর্যায়ে দুটি ইভেন্টের একটিতে সে ব্রোঞ্জ জয় করেছে। অন্যটিতে পঞ্চম স্থানে ছিল।
