---Advertisement---

কেন্দ্র ওরাজ্য সরকারের নামে ভূয়ো ফর্ম বিলি করে টাকা তোলার অভিযোগে, গ্রেপ্তার ১

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: ভূয়ো ফর্ম ছাপিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে ১ হাজার টাকা করে পাইয়ে দেবার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিশ। ধৃতের নাম সেখ রফিক। বাড়ি ভাতার থানার ঘোলদা গ্রামে। 
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তি এলাকার অসংগঠিত শ্রমিকদের কাছে ৫০ টাকার বিনিময়ে একটি করে ফর্ম বিলি করতে থাকেন। বলা হয়, অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার ১ হাজার টাকা করে দিচ্ছে। 
এ বিষয়ে গ্রামবাসীরা সাহেবগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জানতে চাইলে তাঁরা জানান, সরকারীভাবে এরকম কোনো নির্দেশ বা ফর্মই আসেনি। এরপরই গ্রামপঞ্চায়েত প্রধান ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেখ রফিকের বিরুদ্ধে। তারপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিনই 
See also  ভয়াবহ অগ্নিকান্ডে মেমারীতে ভস্মীভূত মশলার দোকান
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---