---Advertisement---

কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বর্ধমানে যুব তৃণমূলের বাইক মিছিল

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির ও এই বাংলায় বিভাজনের যে রাজনীতি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার তার বিরুদ্ধে রবিবার বর্ধমান শহর যুব তৃণমূলের উদ্যোগে বর্ধমান শহরের উল্লাস মোড় থেকে নবাবহাট পর্যন্ত একটি বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার জানিয়েছেন, গত ৪তারিখ থেকে ১১তারিখ পর্যন্ত জেলার প্রত্যেক ব্লকে এবং শহরে একটি করে বাইক মিছিলের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন শহর যুবর উদ্যোগে বর্ধমানের উল্লাস বাস স্ট্যান্ড থেকে কার্জন গেট হয়ে নবাবহাট বাসস্ট্যান্ডের পর্যন্ত একটি বাইক মিছিলের আয়োজন করা হয়।

 তিনি জানিয়েছেন,যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মিছিলের আয়োজন করা হয়েছে। রাসবিহারী হালদার জানান, এদিন প্রায় ২হাজার যুব তৃনমূলের সদস্য এই বাইক মিছিলে যোগদান করেন।

See also  প্রবল বিস্ফোরণ ডি পি এল-এ, ছিন্নভিন্ন এক ঠিকা কর্মীর দেহ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---