ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: হিমঘরে চাষীদের রাখা মজুদ আলুর অর্ধেক নষ্ট হয়ে গেছে এই অভিযোগে শনিবার মেমারী থানার নিমো ১ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের কাছে তিরুপতি কোল্ড স্টোরেজের সামনে নষ্ট হয়ে যাওয়া আলু ফেলে জিটি রোড অবরোধ করল ক্ষতিগ্রস্থ চাষীরা। ব্যস্ততম জিটি রোড আচমকা অবরোধে তীব্র যানজট শুরু হয়। খবর পেয়ে এসডিপিও সদর সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে মেমারি থানার ওসি সুদীপ্ত মুখোপাধ্যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। চাষিদের অভিযোগ শুনে এসডিপিও চাষীদের আশ্বস্ত করেন জানান তারা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করবে পুলিশ। বিক্ষোভরত চাষীদের কাছে সহযোগিতায় চায় পুলিশ। এরপরই অবরোধ থেকে সরে আসেন বিক্ষোভকারী চাষীরা।
উল্লেখ্য রাজ্যের বড় হিমঘর গুলির মধ্যে অন্যতম বড় হিমঘর বলেই পরিচত তিরুপতি হিমঘরটি। একসঙ্গে তিন লক্ষ একানব্বই হাজার বস্তা আলু মজুত রাখার ক্ষমতা রয়েছে এই হিমঘরের। মেমারি ১ ব্লকের বিডিও আলি মহম্মদ ওয়ালিউল্লাহ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে যা দেখেছি তাতে ২ লক্ষ ৯২ হাজার বস্তার আলুই ব্যবহারের অনুপোযুক্ত হয়ে গিয়েছে। সোমবার আমরা মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসব এবিষয়ে। প্রায় দশ হাজার চাষির মজুদ আলু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এত বিপুল পরিমানে আলু নষ্ট হয়ে গেলে সেটা খুব খারাপ ব্যাপার হবে। তবে বীমা করানো থাকায় চাষীরা হয়তো ক্ষতিপূরণ পেয়ে যাবেন। প্রশাসনিক ভাবে সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’