শুত্রুবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার মির্জাপুর এবং মাধবডিহি থানা এলাকায় কাজের সূত্রে আসা বাঁকুড়া,পুরুলিয়া সহ বীরভূম জেলার নলহাটি এলাকার বাসিন্দা প্রায় ৩৫ জন কে নিজেদের বাড়ি ফিরিয়ে দেবার ব্যবস্থা করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পাশাপাশি, এদিন রাতেও গলসি সহ বর্ধমানের বিভিন্ন কোয়ারইন্টান সেন্টারে থাকা প্রায় ১৫ জনকে কলকাতার উস্থি থানা এলাকায়, পোস্তা এলাকায় এবং কুচবিহার জেলায় ফেরত পাঠালো প্রশাসন।
প্রশাসনের নির্দেশে সেই সমস্ত মানুষদের বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টারে রেখে তাঁদের চিকিৎসা,খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এই ভাবেই কেউ ১৭দিন আবার কেউ ২০ দিন ধরে সব কিছু ছেড়ে লকডাউনের শর্ত পূরণ করেছেন। আর এরপর প্রশাসনের নির্দেশে এদিন বর্ধমানের মির্জাপুর এবং মাধবডিহি এলাকার প্রায় ৩৫ জন পুরুষ,মহিলা ও শিশুদের ফেরৎ পাঠানোর বন্দোবস্ত করলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়া এখন লাগাতার চলবে।