ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে একদিন নিখোঁজ থাকার পর বুধবার এলাকারই একটি পুকুর থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার বেরুগ্রাম এলাকার। মৃতের নাম প্রভাষ যশ ওরফে তুফান। বয়স ২৮ বছর। ঘটনার খবর পেয়ে খন্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকজন। অস্বাভাবিক মৃত্যুর একটি কেস রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
