খড়ের গাড়িতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রেহাই

ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: রাস্তার উপরে বৈদ্যুতিন তারের সংস্পর্শে অতিরিক্ত খড় বোঝাই চলন্ত লরিতে আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো। শুত্রুবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে মঙ্গলকোট থানার কৈচর বাস স্ট্যান্ডের কাছে। যদিও চালকের বুদ্ধিমত্তায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে বলে স্থানীয় মানুষ জানিয়েছেন।
জানা গেছে, আগুন লাগার বিষয়টি বুঝতে পেরেই গাড়ির চালক দ্রুত গাড়িটিকে কিছুদূর নিয়ে গিয়ে রাস্তার পাশে একটি জলা জমিতে নামিয়ে দেয়। প্রথমে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ভাতার থেকে ফায়ার বিগ্রেডের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, এদিন কাটোয়ার দিক থেকে বর্ধমানের দিকে আসছিলো একটি খড় বোঝাই ট্রাক। কৈচর বাস স্ট্যান্ডের কাছে আসতেই রাস্তার উপর ওভারহেড ইলেকট্রিক তারে খড়ের উপরের অংশ ঠেকে যায়। আগুন ধরে যায় খড়ের আঁটি তে। কিন্তু চালক আগুন লাগার বিষয়টি বুঝতে পেরেই দ্রুত জনবহুল বাজার পার করে কিছুদূর এগিয়ে নিয়ে যায় গাড়িটিকে। এরপর রাস্তার পাশে একটি জলা জমিতে নামিয়ে দেয় গাড়িটিকে।

Recent Posts