ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: অবৈধ বালি খাদানের এলাকার দখলদারি এবং তোলাবাজি কে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল গলসি ২ব্লকের দক্ষিণ ভাসাপুল মাঝের মানা দামোদরের চড়ে। সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুর ২টো নাগাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝের মানা এলাকায় একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে নদীর যে এলাকা থেকে বালি তুলতো আচমকাই সেই এলাকার পরিমান বাড়িয়ে দেয়। এরফলে পাশের বালি খাদানের কর্মরত শ্রমিকরা আপত্তি তোলে। আর এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়। দুপক্ষই অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। যদিও সংঘর্ষে তিনজনের হাত ভেঙেছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বর্ধমানে চিকিৎসার জন্য পাঠানো হয়। গ্রামবাসী এবং আহতদের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে গলসি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ঘটনায় জড়িত এখনো কেউ গ্রেফতার হয়নি।