ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: পূর্ব বর্ধমানের গলসি থানার ইরকোনা এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে একটি কাঠের গোলায় আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। আগুন লাগার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।কাঠগোলার মালিক আলাউদ্দিন মোল্লা জানিয়েছেন, আগুনে প্রায় ৭লক্ষ টাকার কাঠ পুড়ে নষ্ট হয়ে গেছে।
তিনি জানিয়েছেন, গতকাল রাতে কাঠগোলায় তিনি রাতে শুয়ে ছিলেন। অন্য কেউ ছিলোনা। ভোর রাতে তিনি হটাৎ ধোঁয়া আর আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। কিভাবে আগুন লেগেছে সে ব্যাপারে আলাউদ্দিন সাহেব সঠিকভাবে কিছু জানাতে পারেননি।
এদিকে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনটি ইঞ্জিন কে কাজে লাগাতে হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের প্রায় সকাল হয়ে যায়। সর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে।