ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: বেআইনি ভাবে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের অধীনে রাস্তার একাধিক গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল গলসি ২ ব্লকের মসজিদপুর এলাকায়। বৃহস্পতিবার এই বিষয়ে বিডিও (গলসি ২) সঞ্জীব সেনেরর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগে তাঁরা উল্লেখ করেছেন, গত দুমাস ধরে রাস্তা সংস্কারের অজুহাতে রাস্তার দুধরের প্রায় দু হাজার গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। তাঁরা আশংকা প্রকাশ করেছেন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বাকি যে সমস্ত গাছ আছে সেগুলোও আর থাকবে না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলসি থেকে শিকারপুর যাওয়ার দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এই রাস্তার বেশিরভাগ অংশই মসজিদপুর পঞ্চায়েতের অন্তগর্ত। রাস্তার দু’পাশেই রয়েছে কয়েশো গাছ। মাস ছ’য়েক আগে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। আর তারপর থেকেই রাস্তা সম্প্রসারণের বাহানায় রীতিমত অবৈধ ভাবে মাস দু’য়েক ধরে গাছগুলি কাটা শুরু হয়। প্রথমদিকে গ্রামবাসীরা কিছু জানতে না পারলেও পরবর্তীকালে গাছ কেটে বিক্রি করে দেওয়ার যে একটা চক্র কাজ করছে সেটা প্রকাশ্যে চলে আসে।