ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: পূর্ব বর্ধমানের গলসির ২ নম্বর ব্লকের ভুড়ি অঞ্চলের জাঁহাপুরে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। মারধর করা হয় এলাকার ৭৭ নম্বর বুথ এজেন্টকে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছাপ্পা ভোট দিচ্ছিল বিজেপি। ওই সময় ছাপ্পা ভোটে বাধা দেয় তৃণমূল এজেন্ট। ফোন করে বিষয়টি গ্রামের নেতাকর্মীদের জানায় ওই এজেন্ট। পাশাপাশি তারা প্রশাসন কেও ফোন করে জানায়। তৃণমূলের অভিযোগ, তৃণমূল সমর্থকরা ওই বুথে ভোট দিতে আসতে গেলে তাদের ব্যাপক মারধর করে বিজেপি লোকেরা। এরপরই পরিস্থিতি মোকাবিলায়
ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
এদিকে বিজেপি নেতা অভিজিৎ সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ওটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তারা ওই বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন রাজ্য পুলিশ কর্মীরা তাদের কার্যকর্তাদের মারধর করেছে। তার দাবী পুলিশ নরত্তম বারুরী, শ্যামল বালা ও সুব্রত অধিকারী নামে তিন চারজন বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করেছে। পাশাপাশি তাদের টোটো চালক বিবেক বিশ্বাসকে আটক করেছে পুলিশ।