গলসিতে পুলিশের বাজেয়াপ্ত করা অবৈধ মজুদ বালি রাতের অন্ধকারে লুঠের অভিযোগ, আটক গাড়ি, গ্রেফতার দুই

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: গলসি এক নম্বর ব্লক ভূমি রাজস্ব দপ্তর এবং গলসি থানার পুলিশের যৌথ অভিযানে সম্প্রতি সীমাসিমি ঘাটে অবৈধ ভাবে দামোদর থেকে বালি তুলে পাচার করার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। পাশপাশি বালি তোলার মেশিন এবং মজুদ বালি বাজেয়াপ্তও করা হয়েছিল। কিন্তু তারপরেও টনক নড়েনি কতিপয় বালি মাফিয়াদের। রাতের অন্ধকারে তারাই পুলিশের বাজেয়াপ্ত করা মজুদ বালি তুলে ট্রাকে করে পাচার করছিল বলে অভিযোগ। নির্দিষ্ট খবরের ভিত্তিতে গলসি থানার পুলিশ রবিবার রাতে পারাজ মোড় থেকে আটক করে একটি বালি বোঝাই লরি। একই সাথে গ্রেফতার করা হয় গাড়িটির চালক আসাদ শেখ এবং খালাসি রবিউল মন্ডল কে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটিতে ৪৫০সি এফটি বালি মজুদ ছিল। যার কোনো বৈধ কাগজ ছিল না। আর এরপরেই আটক করা হয় ওই বালি বোঝাই লরিটিকে।

বিজ্ঞাপন
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, গত দুদিন ধরে স্থানীয় শ্রমিক দিয়ে বালি ট্রাকে লোড করা হচ্ছিল। এদিনও লোড হয়েছে। তবে তিনি জানেন না কারা এই বালি লোড করে পাচার করছে। এখন প্রশ্ন উঠছে কে বা কাদের মদতে চুরি হচ্ছে ওই বালি। যে ঘাট কে ঘিরে এই কারবার চলছে সেই ঘাটের লিজ হোল্ডার দীনবন্ধু দাস বৈরাগ্য বলেন, যারা ওখানে বালি তুলে পাচার করছিল তারা তো এখন শ্রীঘরে রয়েছে। তাহলে সেই মজুত বালি কে বা কারা পাচার করছে সেটা প্রশাসনের দেখা উচিত। যদিও তিনি জানিয়েছেন, বালি পাচারের খবর পাবার পরই তিনি গলসি থানার এক পুলিশ আধিকারিককে ফোন করে জানিয়েছিলেন। আর এরপর গলসি থানার পুলিশ পারাজ মোড় থেকে অবৈধ বালি বোঝাই লরি আটক করে।

আরো পড়ুন