গলসির পারাজে গ্যাস ট্যাঙ্কার উল্টে মারা গেল একজন, আহত একাধিক
ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: বাস ধরার জন্য অপেক্ষা করার সময় অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে প্রাণে রক্ষা পেলেন বেশকয়েকজন। যদিও এই দুর্ঘটনায় প্রাণ গেছে এক ব্যক্তির। আহত হয়েছেন বেশকয়েকজন। রবিবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে গলসির পারাজ মোড়ে ২নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর ফ্ল্যাংকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা গেছে, এদিন বেলা ১১টা নাগাদ পারাজ মোড়ে বাস ধরার জন্য যখন সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন তখন শিল্ল্যা ঘাটের দিক থেকে একটি বালির লরি সরাসরি জাতীয় সড়কে এসে উঠে পড়ে। সেই সময় কলকাতার দিক থেকে একটি গ্যাস ট্যাঙ্কার দ্রুত গতিতে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। আচমকাই বালির লরিটি তেল ট্যাঙ্কারের সামনে চলে আসায় তাকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে জনবহুল বাস স্ট্যান্ডেই উল্টে যায় ট্যাংকারটি।
ট্যাংকারে তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই অর্ণব চৌধুরী (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তার বাড়ি পারাজ গ্রামেই। মিতা আকুড়ে নামে এক মহিলা এই দুর্ঘটনায় আহত হয়েছেন। তার বাড়ি গলসির ঝাড়ুল। এছাড়াও আরও কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন। গলসি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।