---Advertisement---

গলসির মসজিদপুরে বিজেপির এজেন্টের ফরম ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার গলসি ব্লকের মসজিদপুর অঞ্চলের নবগ্রামের ১৫ নম্বর বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা। এজেন্ট ফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ। সেক্টর অফিসে জানানোর পর দ্রুত ব্যবস্থা গ্রহণ। অভিযোগ

বিজ্ঞাপন
অস্বীকার তৃণমূলের। 
তৃণমূলের মসজিদপুর অঞ্চল সভাপতি গুল মহম্মদ মোল্লা বলেন, এই ঘটনা বিজেপির মনগড়া। এই এলাকায় তৃণমূল ছাড়া অন্য কোনো দলের ভোটার নেই। বিজেপি নিজেরাই ফরম ছিঁড়ে দিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছে। তৃণমূল দাবী ওই এলাকায় ভোট পাবেনা বিজেপি। নিজেরাই ছিঁড়েছে এজেন্ট ফর্ম। 
অন্যদিকে বিজেপি নেতা সম্রাট সাহা বলেন, এদিন সকাল থেকেই তাদের বুথ এজেন্ট রাজু বাগদির বাড়ি ঘেরাও করে রাখে তৃণমূলের হার্মাদরা। বুথে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। পাশপাশি বিজেপির অন্য কর্মীদেরকেও সকাল থেকে তৃণমূলের দুষ্কৃতীরা রীতিমত হুমকি দেয় ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। 
See also  ৫জুলাই থেকে পূর্ব বর্ধমানে শুরু হচ্ছে 'দুয়ারে পুলিশ' কর্মসূচি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---