ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: ফের দামোদর পেরিয়ে বাঁকুড়ার দিক থেকে দুটি দাঁতাল পুরুষ হাতি বুধবার সকালে ঢুকে পড়ল পূর্ব বর্ধমানের গলসির সিমনোড় এলাকায়। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক থেকে হুলা পার্টির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতি দুটিকে ফের দামোদর পার করার প্রক্রিয়া শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে দুটি হাতি বাঁকুড়ার দিক থেকে দামোদর নদ পেরিয়ে ঢুকে পরে গলসি থানা এলাকায়। সিমনোড় গ্রামের ধান জমির উপর দিয়ে হাতি দুটি এগিয়ে যেতে থাকে আউশগ্রামের দিকে। ধান জমির আংশিক ক্ষতি হলেও আশপাশের গ্রামের ঘরবাড়ির কোনো ক্ষতি করেনি হাতি দুটি বলে জানা গেছে বন দপ্তর সূত্রে।