গলসি-২ ব্লকে চাষীদের হাতে তুলে দেওয়া হল কৃষক বন্ধু প্রকল্পের চেক

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: পূর্ব বর্ধমানের গলসি-২ ব্লকের মসজিদপুর অঞ্চলে কৃষক দের হাতে তুলে দেওয়া হল কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় দফার চেক। অঞ্চল সভাপতি গুল মহম্মদ মোল্লা জানিয়েছেন, এদিন ১৩০০ জন প্রাপকের হাতে এই চেক তুলে দেওয়া হয়। দ্বিতীয় দফায় এই চেক বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি ব্লক কৃষি অধিকর্তা সরোজ কুমার ঘোষ, মসজিদপুর পঞ্চায়েত প্রধান অশোক বাগদি, অঞ্চল সভাপতি গুল মহম্মদ মোল্লা সহ অঞ্চলের বহু মানুষ।

উল্লেখ্য, বোরো চাষের আগেই এই আর্থিক সহায়তা পেয়ে খুশি এলাকার চাষীরা। চেক প্রাপকরা জানিয়েছেন, একসময় প্রাকৃতিক বিপর্যয়ে চাষে ক্ষতি হলেও সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া যেত না। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষীদের আর্থিক ক্ষতিপূরণ মেটাতে কৃষক বন্ধু প্রকল্প চালু করার পর রাজ্যের হাজার হাজার চাষী উপকৃত হচ্ছেন।