ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসী: গণনা পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠছে পূর্ব বর্ধমানের একের পর এক বিধানসভা এলাকা। মঙ্গলবার সকাল থেকেই গলসী থানার গলসী বাজার এলাকায় বিজেপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ তৃণমূলের লোকজন হামলা চালায় বিজেপি পার্টি অফিসে। আর এরপর বিজেপি কর্মী সমর্থকরা পাল্টা তৃণমূলের দোতলা পার্টি অফিসে ঢুকে হামলা চালায়। ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। হামলায় তৃণমূল নেতা নব কুমার হাজরা সহ তিনজন আহত হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গেছে।
গোটা ঘটনায় সাত সকালে গলসীতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গলসী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। এলাকা ফাঁকা করে মোতায়েন করা হয়েছে পুলিশ।