গাড়িতে জাতীয় মানবাধিকার সংগঠনের বোর্ড লাগিয়ে পুলিশের জালে ৩ জালিয়াত
ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: বিভিন্ন পদের ভুয়ো পরিচয় দিয়ে পুলিশের জালে ধরা পড়ছে একের পর এক অভিযুক্ত। এবার গ্রেফতার হল ভুয়ো জাতীয় মানবাধিকার সংগঠনের তিন আধিকারিক। শুক্রবার একটি গাড়ি-সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। কালনার ডাঙাপাড়ার একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হল আজিজ আলী শেখ, জাকির হোসেন ও ড্রাইবার আমজাদ হোসেন। অভিযুক্তদের বাড়ি মুর্শিদাবাদের চক বাজারে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে আটক করা হয়েছে জাতীয় মানবাধিকার সংগঠন ও সামাজিক ন্যায় ব্যুরোর জাতীয় সম্পাদকের বোর্ড লাগানো একটি গাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুত্রুবার কালনার ডাঙাপাড়ার একটি হোটেলে এসে দাঁড়ায় গাড়িটি। খাবার জন্য তিনজন হোটেলে ঢোকে। খাওয়ার সময় তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। কিন্তু কোনও একটি বিষয় নিয়ে নিজেদের মধ্যে শুরু হয় তর্ক। সন্দেহ হয় আশপাশের লোকজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে আসল সত্য। জানা যায় তাদের প্রকৃত পরিচয়। জানা যাচ্ছে, তিনজনই গ্রহরত্নের ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু কীভাবে এধরণের মানবাধিকার সংগঠনের বোর্ড লাগানো গাড়ি ব্যবহার করতে পারে তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে।