ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বক্সিনগর গ্রামের কাছে বাদশাহী রাস্তার উপর একটি গ্যাসের ট্যাংকার উল্টে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গেছে, হলদি থেকে মালদাহ যাচ্ছিল গ্যাস ট্যাংকারটি। রাস্তায় কাদা থাকায় গাড়ির চাকা স্কিড করে ডানদিকের নয়ানজুলিতে উল্টে যায়। ট্যাংকারের পিছনের দিক লীক হয়ে যাওয়ায় গ্যাস বেরোতে শুরু করে। গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে এলাকায়। আর এতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
বিজ্ঞাপন
ঘটনার খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গ্যাসের ট্যাংকার টিকে মঙ্গলকোট থানার পুলিশ ও ভাতার ফায়ার ব্রিগেড বিশেষ নজরদারি চালাচ্ছে। অতি সাবধানে ট্যাংকারটি কে ক্রেন দিয়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় মানুষকে জমায়েত করতে নিষেধ করছেন মঙ্গলকোট থানার পুলিশ।