চালানবিহীন ৭টি বালির গাড়ি ধরে জরিমানা করলেন জামালপুর বিএলআরও

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: চালান ছাড়া অবৈধভাবে বালি নিয়ে যাওয়া গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ টি বালির গাড়ি ধরলো জামালপুর বিএলআরও। বিএলআরও দিলীপ দেবনাথ জানিয়েছেন, আজ জামালপুরের হালারা পুল, চৌবেরিয়া পুল ও ভেরিলি পুল এলাকায় একসঙ্গে অভিযান চালানো হয়। কিছুদিন ধরেই খবর আসছিল দামোদর থেকে বালি তুলে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এদিন অভিযান চালিয়ে ৭ টি বালির ট্রাক্টর আটক করা হয়েছে। এই গাড়ি গুলোর কয়েকটির কোন চালান ছিল না। আবার কয়েকটির চালানের সময়সীমা পেরিয়ে গেছে। সব কটি গাড়ির নির্দিষ্ট আইন মোতাবেক জরিমানা করা হয়েছে।

চালান বিহীন গাড়িতে ৫০হাজার টাকা এবং সময় উত্তীর্ণ চালান থাকায় ২৫হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বালির ট্রাক্টর নিয়ে যাওয়া দুজনের নাম জানা গেছে তাদের মধ্যে একজনের নাম প্রধান পাল ও অন্যজন মনো পাল। বিএলআরও বলেন, ‘ অবৈধ বালির গাড়ির বিরুদ্ধে এই অভিযান লাগাতার চলবে।’

আরো পড়ুন