ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: চাল চিনতে না পেরে আইসিডিএস সেন্টারের জন্য সরকারিভাবে পাঠানো চালের গাড়িকে আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের আমড়া মসজিদতলা আইসিডিএস সেন্টারে। বিক্ষোভের খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা গেছে, এদিন সকালে একটি ট্রাক্টরে করে স্থানীয় আইসিডিএস সেন্টারে চালের বস্তা আসছিল। স্থানীয় গ্রামবাসীরা ট্রাক্টর টিকে আটকে গাড়িতে কি চাল আছে দেখতে চান। এরপর চালের রং দেখে তাদের সন্দেহ হয়। পাশপাশি এই ধরণের চাল এর আগে তারা দেখেননি বলেও সমস্যা বাড়ে। বিক্ষোভকারীরা দাবি করেন শিশুদের জন্য অঙ্গনওয়ারী কেন্দ্রে যে চাল আসছিল সেগুলো প্লাস্টিকের চাল। বাজারে চলতি চালের মতো দেখতে নয় এই চাল। প্রতিবাদে চালের গাড়ি আটকে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন।