---Advertisement---

চোলাই মদের বিরুদ্ধে ভাতার থানার অভিযান, উদ্ধার ৫০লিটার মদ, গ্রেফতার ৪

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: লকডাউনের মধ্যে কিছুদিন ধরেই পুলিশের কাছে বাড়ির মহিলারা অভিযোগ জানাচ্ছিলেন, তাদের স্বামী সহ পরিবারের পুরুষরা মদ্যপান করে অশান্তি করছে বাাড়িতে। আর
এরপরই শনিবার গভীর রাতে ভাতার থানার পুলিশ চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল। প্রায় ৫০ লিটার মদ সহ ৪ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিভিন্ন এলাকায় লকডাউনের মধ্যেই চলছে চোলাই মদের রমরমা ব্যবসা। ভাতারের গদ্দনমারি, স্বর্ণচালিতা সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক চোলাই মদের কারবার চলছে বলে পুলিশের কাছে খবর আসছিল। গতকাল গভীর রাত্রে ওই জায়গায় হানা দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে ৩০ লিটার মদ সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে বাড়ি থেকে। ধৃতদের নাম সনাতন সরেন, সাহেব মাড্ডি ও বিশু বেসরা। 

এছাড়াও ভাতারের স্বর্ণচালিতা গ্রাম থেকে আর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ। ধৃতের নাম সুরজ দাস তার কাছ থেকে কুড়ি লিটার মদ উদ্ধার করেছে পুলিশ। সবমিলিয়ে লকডাউনের মধ্যে চোলাই মদের বিরুদ্ধে বড়সড় সফলতা পেল ভাতার থানার পুলিশ। আগামীদিনেও চোলাই মদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে ভাতার থানার পুলিশ।
See also  ইউজিসির নোটিসকে ঘিরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুরশিক্ষা বিভাগে চরম বিভ্রান্তি, দূর করলেন উপাচার্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---