---Advertisement---

ছট পুজোর আগে বর্ধমানে বাজির বিরুদ্ধে অভিযান, আটক এক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছট পুজোর আগে জেলা জুড়ে বাজির বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা পুলিশ। আর বুধবার রাতে বর্ধমানের নতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় চল্লিশ কেজি নিষিদ্ধ বাজী উদ্ধার করলো বর্ধমান সদর থানার পুলিশ। আটক করা হয়েছে এক ব‍্যবসায়ীকে।

বিজ্ঞাপন

 উচ্চ আদালতের নির্দেশ মেনেই বিভিন্ন জায়গায় নজরদারি চলছে পুলিশের। গোটা রাজ‍্যে সমস্ত রকমের বাজী নিষিদ্ধ করোনা পরিস্থিতির জন‍্য। বাজী পোড়ানো যেমন নিষিদ্ধ, বিক্রিতেও রয়েছে নিষেধাজ্ঞা। আদালতের সেই নির্দেশ মেনে জেলা জুড়ে চলছে অভিযান। বর্ধমান শহরের বাজারে বাজারে রয়েছে কড়া নজর। দুর্গাপুজো এবং কালীপুজোতেও একইভাবে অভিযান চালিয়ে বাজি উদ্ধারের পাশাপাশি বাজি বিক্রেতাদের গ্রেপ্তারও করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধারাবাহিক ভাবে এই অভিযান চালানো হবে।

See also  কালনার দাপুটে নেতা ইনসান খুনের রাজসাক্ষির উপর দুস্কৃতি হামলা, তীব্র চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---