ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: তখনও চোখ ফোটেনি। বাড়ির পাশের জঙ্গলে অসহায় অবস্থায় পড়েছিল সদ্য জন্ম নেওয়া ছানাটি। মা কে খুঁজে না পেয়ে ছটফট করছিল। যদি কোন বন্য প্রাণী ওর ক্ষতি করে দেয় সেই ভেবে জঙ্গল থেকে ছানাটিকে আলতো করে তুলে বাড়ি নিয়ে এসেছিলেন পূর্ব বর্ধমানের কুড়মুন ২ পঞ্চায়েতের সোনাপোলাশী গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্য শান্তিময়ী বন্দোপাধ্যায়। আর তারপর থেকেই সকলের স্নেহ, ভালোবাসায় বড় হতে শুরু করে পরিবারের আদর করে দেওয়া নামের মিষ্টু।
আর এই মিষ্টুর বয়স এক মাস পূর্তিতে বন্দোপাধ্যায় পরিবার তাঁদের নিজেদের বাড়ির প্রথা ভেঙে রীতিমত ধুমধাম করে পালন করলো জন্মদিন। সচারচর কারুর জন্মদিন পালনের ক্ষেত্রে যা যা করা হয়ে থাকে এক্ষেত্রেও তার কোনো কিছুর কসুর রাখেননি বন্দোপাধ্যায় পরিবারের সদস্যরা। গ্রামের ৫০জন অতিথি কে নিমন্ত্রণ জানানো হয়েছিল। বেলুন দিয়ে সাজিয়ে যথারীতি কেক কেটে, হাততালি দিয়ে কেকের প্রথম টুকরো মিষ্টুর মুখে তুলে দেন বাড়ির বয়োজ্যেষ্ঠ কর্তা। মিষ্টুও সানন্দে সেই কেকের স্বাদ গ্রহণ করে। উপস্থিত অভ্যাগতরাও মিষ্টু কে দেখে অবাক হয়ে যান।