ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আসন্ন বিধানসভা ভোটে পূর্ব বর্ধমান জেলায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের ভাগ্য নির্ধারণ করবেন ৪০ লক্ষ ৩৫ হাজার ৪১৮জন ভোটার। সোমবার পূর্ব বর্ধমান জেলায় চুড়ান্ত ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী বিধানসভা ভোটে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২০ লক্ষ৪৭ হাজার ৯২৪ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১৯ লক্ষ ৮৭ হাজার ৪০৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫ জন।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী বিধানসভা ভোটে ১৮ থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৩৮৪ জন। আশি উর্ধ ভোটার রয়েছেন ৫৪ হাজার ৮৩৬জন। এবার নতুন ভোটার রয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৫৪ জন। যার মধ্যে মহিলা ভোটার ৫৮ হাজার ৬৩৫জন এবং পুরুষ ভোটার ৪৮ হাজার ৮০৫জন। এবার নতুন ভোটারদের মধ্যে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি। মৃত বা অন্য কোনো কারণে ৩৭ হাজার ৪৫৩জন ভোটারের নাম বাতিল হয়েছে।