ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: জেলার বাইরে থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে জেলার বিভিন্ন থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থেকে অপরাধ সংগঠিত করছে বলে পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাছে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য এসেছে। এব্যাপারে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে। আর এরই মধ্যে বেশ কিছুদিন ধরেই জামালপুর এলাকায় ছিনতাই ও চুরি বেড়ে চলায় জামালপুর থানায় বেশ কিছু অভিযোগ জমা পড়ে। সেইসব অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ খোঁজ নিচ্ছিল এলাকায় বহিরাগত কারা এসেছে। সেই সময়েই পুলিশ জামালপুরের ঝাপানডাঙ্গার কাছে ইমান হোসেন নামে একজনের খোঁজ পায়।
