জাল নোট কান্ডের তদন্তে ধৃত কে সঙ্গে নিয়ে তল্লাশি বর্ধমান জেলা পুলিশের
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: জাল নোট কাণ্ডে তিনজন ধৃতদের মধ্যে অন্যতম মূল অভিযুক্ত ভাড়াটিয়া গোপাল সিং কে সঙ্গে নিয়ে শনিবার সকালে এই কেসের তদন্তকারী অফিসার, বর্ধমান জেলা পুলিশের আধিকারিক, বর্ধমান থানার আই সি সহ বিশাল পুলিশ বাহিনী রীতিমত চষে ফেললেন খাগড়াগড় পূর্ব মাঠ পাড়ার সেখ সিরাজুল ইসলামের বাড়ি ও সংলগ্ন এলাকা।
এদিন ধৃতকে সঙ্গে যে বাড়ি থেকে এই জাল নোট ও জাল ডলার ছাপার কারখানা চালাচ্ছিল সেই বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ঘর থেকে তিনটি ব্যাগ, তিনটি অ্যাটাচি, একটি ড্রামের মধ্যে কিছু কৌটো ও ডলার ছাপার বেশ কিছু ডাইস,কেমিক্যাল ইত্যাদি বাজেয়াপ্ত করেছে বলে পুলিশ সূত্রে জানতে পারা গেছে।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে জাল নোট কাণ্ডে তিন জন কে গ্রেপ্তারের পর আরো তথ্য জানতে সাতদিনের হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। এদিন জাল নোট তৈরির কারখানায় তল্লাশি চালানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, এখান থেকে জাল টাকা ও ডলার ছেপে কোথায় পাঠানো হতো। কারা এই কাজে যুক্ত ছিল। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে।