ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে শনিবার গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রতিটি বিধানসভা এলাকাতেই অভিনবভাবে প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেস। শনিবার খোদ বর্ধমানে পেট্রোলের লিটার প্রতি দাম ছিল ১০১ টাকা ৪৯ পয়সা এবং ডিজেলের ৯৩ টাকা ৪২ পয়সা। একদিকে, পেট্রোল পাম্পগুলির সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গণস্বাক্ষর অভিযান চলল, অন্যদিকে চলল সকাল ১১টা থেকে ৪টে পর্যন্ত জায়গায় জায়গায় স্থানীয় তৃণমূল বিধায়কদের নেতৃত্বে প্রতিবাদ সভা।
অন্যদিকে, প্রায় ১৩ কিলোমিটার গরুর গাড়ি করে মিছিল করলেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী। ভাতারের এরুয়ার গ্রাম থেকে তিনি গরুর গাড়ির মিছিল শুরু করেন মিছিল শেষ হয় ভাতার বাজারে। মিছিল শেষে ভাতার বাজারে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন বিধায়ক। বিধায়কের সঙ্গে বহু কর্মী তারা সাইকেল নিয়ে এই প্রতিবাদ মিছিলে শামিল হন। বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানান, পেট্রোল-ডিজেলের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে করে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খেয়ে যাচ্ছেন। তাই আজ প্রতিবাদ জানাতে গরুর গাড়ি করে মিছিল করা হলো। উল্লেখ্য, শনিবার পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে বিভিন্ন ব্লক এবং শহরে পেট্রোল পাম্পগুলির সামনে পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণ সাক্ষর অভিযান করা হয়। রবিবারও এই প্রতিবাদ চলবে।