সুজয় মিশ্র,বর্ধমান: শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ১৮৭তম আবির্ভাব তিথি উপলক্ষে আগামী ৪মার্চ বর্ধমানের সুভাষপল্লীর মা সারদা আশ্রমে বার্ষিক সাধারন উৎসবের আয়োজন করা হয়েছে। ১৯৫৪ সালে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মন্ত্রশিষ্য স্বামী সারদানন্দজী মহারাজের অন্যতম শিষ্য স্বামী নিঃসঙ্গানন্দজী মহারাজের হাত ধরেই শহর বর্ধমানের বুকে এই সারদা আশ্রমের পথ চলা শুরু হয়।
বিজ্ঞাপন
ধীরে ধীরে এই আশ্রমের ভক্ত সমাগম বাড়তে শুরু করে। মঠের অধ্যক্ষ স্বামী দুর্গেশানন্দজী মহারাজের কথায় উৎসবের দিন আনুমানিক ২ হাজার মানুষের সমাগম ঘটবে। নির্দিষ্ট কোভিধ বিধি মেনে সকলের জন্যই বিনামূল্যে দুপুরে প্রসাদ ভোগের আয়োজন করা হচ্ছে। এছাড়াও সারাদিন ব্যাপী থাকছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। গতবছর করোনার কারণে সমস্ত অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিল।
এবছর নির্দিষ্ট নিয়ম বিধি মেনেই অনুষ্ঠান পরিচালনার আয়োজন করা হয়েছে। পূজা-পাঠ, হোম, ধর্মীয় আলোচনা, ভক্তিগীতি, প্রসাদ বিতরণ সহ প্রতিটি ধর্মীয় কর্মসূচিতেই প্রতিবছরের মতোই এবছরও অগুণিত ভক্ত অংশগ্রহণ করবেন বলেই আশা প্রকাশ করেছেন আশ্রমের অধ্যক্ষ স্বামী দুর্গেশানন্দজী মহারাজ।