তদন্তে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাটোয়া জিআরপি ওসি, চিকিৎসার জন্য বর্ধমান হয়ে নিয়ে যাওয়া হল কলকাতা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, কাটোয়া: পুরোনো একটি মামলার তদন্তে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন কাটোয়া জিআরপির ওসি রিয়াজ শামীম। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গ্রীন করিডোর করে কাটোয়া থেকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ফের তাঁকে গ্রীন করিডোর করে স্থানান্তর করা হয়েছে কলকাতায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ কাটোয়া জিআরপি ওসি রিয়াজ শামিম তাঁর এক সহকর্মী কে চাপিয়ে স্কুটি করে মঙ্গলকোটের ভালসোনা গ্রামে যাচ্ছিল পুরনো একটি মামলার তদন্ত করতে।
হঠাৎই তার স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি বাইকে ধাক্কা মারে এবং পড়ে যান গাড়ি থেকে। ঘটনাটি ঘটে বনকাপাসি গ্রামের কাছে। দুর্ঘটনায় গুরুতর জখম হন রিয়াজ শামীম।

স্থানীয় মানুষ ও কৈচর ফাঁড়ির পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন কাটোয়া মহকুমা হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাটোয়া থানার পক্ষ থেকে গ্রিন করিডোর করে এসডিপিও এবং আইসির নেতৃত্বে জিআরপি ওসি কে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফের গ্রীন করিডোর করে কলকাতার এক বেসরকারি হসপিটালে দিকে রওনা দেয়।

আরো পড়ুন