ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পুর নির্বাচনের ১০৮টি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বর্ধমানেও শুরু হয়ে গেল প্রার্থী নিয়ে বিক্ষোভ, আন্দোলন। শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে সবকটি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে বলে ঘোষণা করেন। এরপর দলের ফেসবুক পেজে সেই তালিকা প্রকাশ করা হয়। মুহুর্তের মধ্যেই সেই প্রার্থী তালিকা ভাইরালও হয়ে যায়। আর এরপরই একের পর এক ওয়ার্ডে পছন্দের প্রার্থীর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ, ঘেরাও অভিযান শুরু করে দেয় তৃণমূলেরই একাংশ কর্মী, সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামতে হয় পুলিশকে।
ফলে প্রার্থী তালিকা যে কোনটা চূড়ান্ত তা নিয়েই খোদ তৃণমূলের অন্দরে ব্যাপক জলঘোলা শুরু হয়ে গেছে। দলেরই একাংশ ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, আদৌ সর্বজনগ্রাহ্য সম্পূর্ন প্রার্থী তালিকা দল প্রকাশ করতে পারে কিনা তা সময় বলবে। এদিকে মনোনয়ন পত্র পেশের জন্য দলের হাতে থাকছে মাত্র চারটে দিন। সেক্ষেত্রে কেবল পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে ৬টি পুরসভা। যার মোট তৃণমূল প্রার্থীর সংখ্যা ১১৯জন। এছাড়াও প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন।