
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ভোটারদের উতকোচ দিয়ে প্রভাবিত করেছেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস। এই অভিযোগ জানালো বিজেপি। শনিবার নির্বাচন কমিশনের কাছে লিখিত এই অভিযোগের পাশাপাশি একটি ভিডিও ক্লিপসও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে বিজেপি। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহর জুড়ে।
উল্লেখ্য, এর আগেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবার পর খোকন দাস এবং বর্ধমান উত্তর কেন্দ্রের প্রার্থী নিশীথ মালিকের বিরুদ্ধে নবাবহাট এলাকায় সাধারণ মানুষকে হেলমেট বিলি করার অভিযোগ দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতে দুই প্রার্থীকেই বর্ধমান আদালত থেকে জামিনও নিতে হয়েছে। আর তারপরই শনিবার সকালে বর্ধমান শহরের ১১নং ওয়ার্ড এলাকায় প্রচারে গিয়ে সেখানে শিশু থেকে ভোটারদের মধ্যে খোকন দাস কিছু বিলি করে তাঁকে ভোট দেবার আবেদন জানান।