ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দিল্লীতে সাম্প্রতিক উত্তেজনা আর তার জেরে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে পথে নামলো সিপিএম এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। বুধবার সন্ধ্যায় সি পি এমের উদ্যোগে এক মিছিল হয় বর্ধমান শহরে। এই মিছিলটি কার্জন গেট থেকে বের হয়ে শহর পরিক্রমা করে রাজবাটীতে শেষ হয়। মিছিলে দলের হাজির ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, রাজ্য নেতা অমল হালদার, অরিন্দম কোঙার , জেলা কমিটির সদস্য আভাষ রায়চৌধুরী সহ অন্যান্য নেতারা।
অন্যদিকে, বিভিন্ন কলেজের পড়ুয়ারা এদিন বর্ধমান শহরের রাস্তায় হাতে পোষ্টার নিয়ে মৌন প্রতিবাদ জানান দিল্লীর ঘটনায়। তাঁরা জানিয়েছেন, দিল্লীর ঘটনায় তাঁরা মর্মাহত। তাঁরা মনে করেছেন দেশকে বাঁচাতে মানুষের মধ্যে এই ঘটনা তুলে ধরা প্রয়োজন। সমস্ত মানুষকেই এগিয়ে আসা দরকার এই জঘন্য ঘটনার প্রতিবাদে।