---Advertisement---

নাকা চেকিংয়ে ডাক্তার লেখা গাড়ি থেকে উদ্ধার প্রচুর চোলাই মদ, গ্রেপ্তার ২ ভুয়ো ডাক্তার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: পুলিশের নাকা চলাকালীন ডাক্তারের লোগো লাগানো গাড়ি থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার কুনুর নদীর উপর ব্রিজের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে মঙ্গলকোট থানার পুলিশ প্রতিদিনের মতোই নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় ডাক্তার লেখা একটি গাড়িকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটিকে আটকায়। 

বিজ্ঞাপন

গাড়িতে তল্লাশি করার পরই পুলিশের চোখ কপালে উঠে যায়। গাড়ির ভিতর থেকে প্রচুর পরিমাণ চোলাই মদ উদ্ধার হয়। যার পরিমাণ ৬০লিটার বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় অমল হালদার, বাড়ি মঙ্গলকোটের সুরুলিয়া ও সাধন মন্ডল, বাড়ি ভাতারের বসতপুর গ্রামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

 পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যাক্তিরা কেউ ডাক্তার নয়। ভুয়ো ডাক্তার লেখা গাড়িতে চোলাই পাচারের কাজ করছিল। ধরা পড়ার পর ধৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এই চোলাই তারা গুকরায় নিয়ে যাচ্ছিল। ধৃতদের মঙ্গলবার কাটোয়া আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  স্টেশনারি দোকানের আড়ালে মাদক তৈরীর উপকরণ বিক্রি, গ্রেপ্তার ১, উদ্ধার প্রচুর সামগ্রী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---