ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে কার্যতই রাজ্যের শাসকদলের বুকে হৃদস্পন্দন তুলে দিয়ে গেলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার সকাল থেকে গোটা পুর্ব বর্ধমান জেলা জুড়ে একাধিক কর্মসূচী নিয়ে বর্ধমান সফরে আসেন নাড্ডা। কাটোয়ার
এদিন রোড শোয়ে নাড্ডার সঙ্গে ছিলেন কৈলাশ বিজয়বর্গী সহ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্রজিত সিংহ অহলুবালিয়া, সৌমিত্র খাঁ, জেলা সভাপতি সন্দীপ নন্দী প্রমুখরাও। গাড়ি থেকে এদিন গোলাপ ও গাঁদা ফেলের পাপড়িও ছড়ান নাড্ডা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষদের জন্য। এদিন বীরহাটার ক্লর্ক টাওয়ার থেকে কার্জন গেট পর্যন্ত বিজেপির পক্ষ থেকে রাস্তার দুধারে বিভিন্ন মডেলও প্রস্তুত রাখা হয়। মডেল ছিল কৃষকদের লাঙল, মই সহ মোদির কৃষি আইনের সমর্থনে পোষ্টার। মোদির আমলেও মুসলিম সম্প্রদায়ে মহিলাদের তিন তালাক প্রথা বন্ধ হয়েছে। এদিন মডেলে তাও হাজির করা হয়। রোড শো-এর মাঝেই এদিন থার্মোকলের তৈরী কৃষকদের লাঙল হাতে তুলে নেন নাড্ডা।
যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিকে দিল্লীর সীমানায় ৪০দিন অতিক্রান্ত হয়ে গেলেও কৃষকরা কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে আন্দোলন করছেন। সেখানে বিজেপির নেতারা না গিয়ে বর্ধমানে কৃষকদের এই দরদ দেখানো কৃষকরা বিশ্বাস করছে না। তার প্রমাণ কাটোয়া এবং বর্ধমানে লোকসমাগম করতে পারেনি বিজেপি। আর এতেই উল্লসিত রাজ্যের শাসকদল। যদিও বিজেপির দলীয় সূত্রে দাবী করা হয়েছে লক্ষাধিক লোক সমাগম হয়েছে এই রোড শোয়ে।