---Advertisement---

নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসারের মুখে জয় শ্রীরাম ধ্বনি, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলী দক্ষিণ: পূর্বস্থলী ১ নম্বর দোলগোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথে মকপোল হওয়ার সময় হঠাৎই নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসারের জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। থার্ড পোলিং অফিসার সৌম্যজিৎ ভট্টাচার্য মকপোল শেষে বলেন, ‘জয় শ্রীরাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে’। 

বিজ্ঞাপন
এই বলার পরই তৃণমূল এজেন্ট আপত্তি জানায়। এর পরই অভিযুক্ত ওই থার্ড পোলিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। ঘটনার পর ওই বুথ পরিদর্শনে যান বিদায়ী মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ।  স্বপনবাবু বলেন, যদি অভিযুক্ত পোলিং অফিসারের বিরুদ্ধে কমিশন কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমি সমস্ত বুথে গিয়ে জয় বাংলা বলব।
See also  বালির টাকায় সারাবছর তৃণমূলের বিভিন্ন কর্মসূচি! গলসি ২ব্লকে ত্রিশঙ্কু তিনটি পঞ্চায়েত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---