ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শুক্রবার নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণার দিনেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে বর্ধমান সদর জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দীকে সরিয়ে অভিজিৎ তা কে নতুন সভাপতির দায়িত্ব দিয়ে দেওয়া হয়। পাশাপাশি জেলা সভাপতির পদ থেকে সরিয়ে রাঢ়বঙ্গের বুথ ইনচার্জ করে দেওয়া হয় সন্দীপ নন্দীকে বলে দলীয় সূত্রে জানা গেছে। আর শুক্রবার জেলা সভাপতিকে সরিয়ে দেবার পর শনিবার ফের বর্ধমান সদর বিজেপির তিনজন কর্মীকে দল থেকে সাসপেণ্ড করল বিজেপি রাজ্য কমিটি। শুক্রবারই বিজেপির সোঁয়াই গ্রামের বাসিন্দা স্মৃতিকান্ত মণ্ডল, পালসিটের বাসিন্দা সাগ্নিক শিকদার এবং বর্ধমানের ডিভিসি মোড়ের বাসিন্দা উত্তম চৌধুরী কে এক বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। শুক্রবারই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত এই দলীয় কর্মীদের কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি (ইলেকশন অফিস ইনচার্জ) প্রতাপ ব্যানার্জ্জী। আর এই ঘটনায় বিজেপির অন্দরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।