নেতাজি কে কি মোদি সরকার ভিখারি না চাকরবাকর ভাবে – কেন্দ্র সরকারকে তুলোধনা মদন মিত্রের
ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: পূর্ব বর্ধমানের রায়নার উচালনের ফুটবল মাঠে শনিবার ‘উচালন কৃষি-শিল্প, মৎস্য, প্রাণি ও সাংস্কৃতিক মেলা ২০২২ উৎসব‘ উদ্বোধন করতে এসে কামারহাটির বিধায়ক মদন মিত্র মোদি সরকারের রীতিমত তুলোধনা করে ছাড়লেন। এমনিতেই নেতাজি ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। এবার সেই ইস্যুতেই মোদী সরকারকে একহাত নিলেন বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ‘নেতাজি কি ভিখারি নাকি! আজ বলবে এখানে বসাও কাল বলবে ওখানে বসাব।’ শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মদন বলেন, ‘নেতাজি কি ওদের চাকরবাকর নাকি? যা খুশি তাই করবে?’ এরই পাশাপাশি বিধায়ক বলেন, ‘কোথাও যদি মোদীর কোনও মূর্তি থাকে সেটা নীচে থেকে চেঁচে ফেলে দেব, অন্য মূর্তি বসিয়ে দেবো।’
প্রসঙ্গত সম্প্রতি কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে দিল্লির ইন্ডিয়া গেটে গ্রানাইট পাথরে তৈরি নেতাজির একটি পূর্ণবয়ব মূর্তি বসানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সেই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভারত যে নেতাজির কাছে ঋণী, সেই প্রতীক হিসেবে মূর্তিটি সেখানে থাকবে। শনিবার উচালনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মদন মিত্র বলেন, অমর জওয়ান জ্যোতির একটা আলাদা গুরুত্ব আছে। হঠাৎ সেটা বন্ধ করে দেওয়া হল। তাঁর দাবি, নেতাজিকে নিয়ে ছেলেখেলা করছে মোদী সরকার। যদিও এদিন বিধায়ক তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঝলমলে মঞ্চে হিন্দি, বাংলা মিলিয়ে তিনটে গান গেয়ে উপস্থিত দর্শকদের মন জয় করে নেন।
এদিন এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মদন মিত্রের সঙ্গে উপস্থিত ছিলেন, রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তথা অভিনেত্রী সায়নী ঘোষ, রায়নার বিধায়িকা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরুপা পোদ্দার, আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্য বিশিষ্ঠরা। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এই চলবে এই উৎসব। অষ্টম বর্ষের পদার্পন করেছে এই উৎসব। এবছর মুম্বই ও কলকাতার শিল্পীরা আসছেন এই উৎসবের মঞ্চে। এছাড়াও এলাকার দুস্থ দের মধ্যে পাঁচ হাজার কম্বলও বিতরণ করা হবে।