ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: আচমকাই পরপর দুদিন বর্ধমানের গলসী ২নং ব্লকের দাদপুরে দামোদরের বালির চড়ে হেলিকপ্টার নামার ঘটনায় গোটা জেলা জুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হল। যদিও এব্যাপারে জেলা প্রশাসনের কাছে কোনো খবরই নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, হেলিকপ্টার দুটি ব্যারাকপুর এয়ারফোর্সের কার্গো ডিভিশনের হতে পারে। প্রশিক্ষণের কারণে অথবা জ্বালানির সমস্যার কারণে ফাঁকা জায়গায় অবতরণ করে থাকতে পারে।
যদিও এব্যাপারে জেলা পুলিশের কাছে কোনো আগাম সূচনা ছিল না বলেই পুলিশ জানিয়েছে। অন্যিদিকে পানাগড় সেনাবাহিনীর এক আধিকারিক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গলসির বালির চড়ে কবে, কারা, কি কারণে হেলিকপ্টার নিয়ে এসেছে সে ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই। আর এরপরই হঠাৎই দামোদরের চড়ে হেলিকপ্টার নামার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।