---Advertisement---

পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার বর্ধমানের তালিতে, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ভোট মিটতে না মিটতেই একদিকে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে বর্ধমান দক্ষিণ কেন্দ্র। অন্যদিকে, জায়গায়, জায়গায় এই সংঘর্ষের পাশাপাশি উদ্ধার হতে শুরু করল আগ্নেয়াস্ত্র, বোমা। শনিবারই বর্ধমানের আলমগঞ্জ এলাকা থেকে পুলিশ উদ্ধার করে একটি রিভলবার। এই ঘটনায় এক জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, ধৃত ব্যক্তি বিজেপি সমর্থক বলে পরিচিত। অন্যদিকে, রবিবার সকালে বর্ধমান উত্তর বিধানসভা এলাকার তালিত গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে দেওয়ানদিঘী থানার পুলিশ উদ্ধার করেছে ৪টি তাজা বোমা। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, একটি থলির মধ্যে ৪টি কৌটোর মধ্যে এই বোমা ছিল। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। জানা গেছে, এই পরিত্যক্ত বাড়ির পাশেই শনিবার ছিল তৃণমূল কংগ্রেসের বুথ ক্যাম্প। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আগাম আক্রমণ ঠেকাতেই তৃণমূল কংগ্রেস সমর্থকরাই এই বোমা মজুদ করেছিল কিনা। যদিও এব্যাপারে তৃণমূল নেতারা কিছু বলতে চাননি। বোমা উদ্ধারের এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
See also  বর্ধমানে খুন ভুগোলের অধ্যাপক, ব্যাপক চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---