ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ৮দফার আর এক দফা বাকি। ২৯ এপ্রিল শেষ দফার ভোট। আর তার ৪৮ ঘন্টা পর ২মে ভোট গণনা। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর স্নায়ুর চাপ দুর দুর করে বাড়তে শুরু করেছে। পাড়ার মোড়ে অথবা বিভিন্ন আড্ডার ঠেকে এখন একটাই আলোচনা, ২তারিখ কার ভাগ্যের চাকা ঘুরবে।
আগামী ২ মে বর্ধমান উত্তর ও দক্ষিণ মহকুমার ৯টি বিধানসভার গণনা হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি এবং সাধনপুর টেকনিক্যাল কলেজে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা জনিত কারণে এবার ভোটগণনা হবে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে। ২টি ঘরে ৭টি করে মোট ১৪টি টেবিলে এবার ভোটগণনা হবে। সকাল ৮টা থেকে গণনার কাজ শুরু হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণনা কেন্দ্রে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ছাড়া কেবলমাত্র একজন নির্বাচনী এজেন্ট থাকতে পারবেন। বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অনির্বাণ কোলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে প্রতিটি রাউণ্ডের গণনার পর সংশ্লিষ্ট টেবিলে দায়িত্বে থাকা অবজার্ভাররা গণনা নিয়ে সন্তুষ্ট হলে তাঁরা সেই রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে পাঠাবেন। তারপরেই সেই রাউণ্ডের ফলাফল ঘোষণা করা হবে।