পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বর্ধমানে বৃক্ষরপোন কর্মসূচি

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সাম্প্রতিক বিধ্বংসী আমফান ঝড়ে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর গাছ ধ্বংস হয়ে গেছে। পরিবেশবিদদের দাবি, এর ফলে প্রাকৃতিক ভারসাম্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে বৃক্ষরপোন কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন। নতুন করে লাগানোও হচ্ছে প্রচুর গাছ।
আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে এবং প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার উদ্দেশ্যে রবিবার বর্ধমান ব্যবসায়ী সুরক্ষা সমিতির উদ্যোগে বর্ধমান তালিত রোডে ঝিঙ্গুটি মোড়ে ১২১টি বৃক্ষ রোপন করা হল। সমিতির সাধারণ সম্পাদক বিশ্বেশর চৌধুরী জানিয়েছেন, গোটা জেলা জুড়েই এই কর্মসূচি পালন করা হবে। এদিন বর্ধমান থেকে গাছ লাগানোর এই প্রক্রিয়া শুরু করা হল।
তিনি জানিয়েছেন, ধাপে ধাপে গলসি, মেমারী, কালনা সহ বিভিন্ন জায়গায় প্রায় পাঁচ হাজার গাছ লাগানো হবে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পদাধিকারী, সদস্য সহ বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, জেলা পুলিশের ট্রাফিক ওসি সুদীপ্ত নন্দী প্রমুখ।