পাঁচ লাখ না দিলে ছেলের ক্ষতি হয়ে যাবে – মাওবাদী চিঠি পেয়ে আতঙ্ক ভাতারের গ্রামে

ফোকাস বেঙ্গল ডেস্ক, ভাতার: ‘পাঁচ লাখ টাকা না দিলে ছেলের ক্ষতি হয়ে যাবে’ মাওবাদী পক্ষ নাম দিয়ে এমনি একটি চিঠি বাড়ির দরজায় পেয়ে রাতের ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের ভাতার থানার বনপাস পঞ্চায়েতের আমবোনা গ্রামের হাজরা পরিবারের। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির ছোট ছেলে অয়ন হাজরা সদর দরজা বন্ধ করতে গিয়ে দেখেন একটি সাদা খাম পরে রয়েছে।

খাম খুলে দেখেন চিঠিতে লেখা রয়েছে – “জয় বজরং বলি,আমরা মাওবাদী। আপনার তো বহু টাকা আছে, গৃহকর্তা ৪০-৫০ লাখ টাকা রেখে গেছেন, সেই টাকা থেকে আমাদেরকে ৫ লাখ টাকা দিলে আপনার কোন ক্ষতি হবেনা, না দিলে বাড়ির ছোট ছেলের ক্ষতি হয়ে যাবে। আমবোনার বেলতলায় টাকাটা নিয়ে আসবেন, আমাদের ছেলেরা ফলো রাখবে, নিয়ে চলে যাবে। কথাটা মাথায় রাখবেন। টাকাটা যেন অবশ্যই দেবেন”।

পূর্ব বর্ধমানের ভাতার থানার বনপাস পঞ্চায়েতের আমবোনা গ্রামের হাজরা পরিবার এই চিঠি পেয়ে রীতিমত আতঙ্কিত। ঘটনার বিষয়ে জানিয়ে ইতিমধ্যে হাজরা পরিবারের ছোট ছেলে ভাতার থানায় দ্বারস্থ হয়েছেন। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করার পাশপাশি আতঙ্কিত না হওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন হাজরা পরিবারকে।

Recent Posts