ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলী: কয়েক মিনিটের ব্যবধানে ৬ জন কে কামড়ে ক্ষতবিক্ষত করেছে একটি পাগলা কুকুর। ঘটনায় আতংক ছড়িয়েছে পূর্বস্থলী দুই ব্লকের নিমদহ পঞ্চায়েতের ধরমপুর এলাকায়। আহতরা পূর্বস্থলী ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুর ২টা নাগাদ হঠাৎই একটি পাগলা কুকুর পূর্বস্থলী ২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের ধরমপুর এলাকায় ঢুকে পড়ে। কারোর কিছু বুঝে ওঠার আগেই কারো হাতে, তো কারো উরুতে কামড়ে রক্তাক্ত করে দেয় কুকুরটি। কিছুক্ষণের মধ্যেই ওই কুকুরটি আবার উধাও হয়ে যায় এলাকা থেকে। অন্যদিকে প্রতিবেশীদের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য পূর্বস্থলী ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতরা জানিয়েছে, পাগলা কুকুরটার মুখ দিয়ে লালা ঝরছিলো। ল্যাজটাও ঝুলছিলো। আতঙ্কে অনেকেই ঘরের দরজা বন্ধ করে দেয়। সত্তর বছরে এক বৃদ্ধা আইমন বিবি বলেন, ‘দুটো নাগাদ বাড়ির উঠানে বসেছিলাম। অচেনা পাগলা কুকুরটা কোথা থেকে ছুটে এসে হটাৎ আমার উরুতে কামড়ে দেয়। প্রচুর রক্তপাত হয়েছে। এখন হাটার ক্ষমতা নেই।’ আরেকজন আহত শ্যামল দাস বলেন, ‘ কুকুরটা আমার হাতে, পায়ে, উরুতে কামড়ে দিয়েছে। প্রতিবেশীরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। এখানে এসে দেখছি আমাদের পাড়ার আরো অনেকেই জখম হয়ে চিকিৎসা করাতে এসেছে। জলাতঙ্কের ভয়ে আতঙ্ক বোধ করছি।’