পাচারের আগেই বর্ধমান বনদপ্তরের হাতে আটক ৭৫০ টিয়া, গ্রেপ্তার দুই

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগাম খবরের ভিত্তিতে বুধবার সকালে গলসি এলাকা থেকে প্রায় সাড়ে সাতশো টিয়া ও ১৬টি পাহাড়ি ময়না উদ্ধার করলো বনদপ্তর। এই পাখি চোরা চালানের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেফতারও করেছে দপ্তরের অফিসারেরা। অভিযুক্তদের মধ্যে একজনের নাম মেহেরাম মোহাম্মদ এবং গাড়ির চালকের নাম শেখ সাবের। এদের দুজনেরই বাড়ি বর্ধমান শহরের আলুডাঙ্গা এলাকায়। 

বিজ্ঞাপন

জেলা মুখ্য বনাধিকারিক দেবাশীষ শর্মা জানিয়েছেন, এই পাখি গুলোকে ঝাড়খণ্ডের হাজারীবাগ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে এই খবর পাওয়ার পর হাজারীবাগ থেকে কলকাতা গামী একটি বাস কে দুর্গাপুর থেকে নজরবন্দি করা হয়। গলসিতে এসে একজন পাচারকারী বাস থেকে নেমে পরে।

 

এরপর একটি ছোট হাতি গাড়িতে পাখিগুলোকে তুলে পালাবার আগেই গাড়ি, পাখি সহ গাড়ির চালক শেখ সাবের ও অন্য পাচারকারী মেহেরাম মোহাম্মদ কে আটক করা হয়। দেবাশীষ বাবু জানিয়েছেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গেছে, এরা দীর্ঘদিন ধরেই পশু পাখি চোরা চালানের সঙ্গে যুক্ত। অভিযুক্তদের এদিনই বর্ধমান আদালতে তোলা হচ্ছে।

আরো পড়ুন