---Advertisement---

পাচারের সময় ২২০বস্তা গম সহ ট্রাক আটক, গ্রেপ্তার তিন ব্যক্তি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: অবৈধভাবে পাচার হওয়ার সময় পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি পুলিশের পুলিশের জালে ধরা পড়ল গম ভর্তি ট্রাক। পুলিশ জানিয়েছে ট্রাকটিতে ২২০ বস্তা গম বোঝাই ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রায়না ২ ব্লকের অন্তর্গত কাইতি বাজার থেকে মাধবডিহি থানার পুলিশ ট্রাকটিকে আটক করে।

বিজ্ঞাপন

আটক করার পরে গমের কোনো বৈধ কাগজপত্র গাড়ির চালক দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় তিন ব্যক্তিকে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির নাম আনন্দ ঘোষ(৪৫), শুভ কর্মকার (১৮), স্বপন পাল(৬৩)।

See also  বর্ধমানে চালকের অন্যমস্কতায় যাত্রী বোঝাই বাস উল্টে গেল নয়নজুলিতে, আহত দশ যাত্রী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---