ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কন্টেইনমেন্ট জোনের ঠিক উল্টো দিকেই খোলা মুদিখানা। পুলিশ প্রশাসনের নির্দেশ কে থোড়াই কেয়ার করে সকাল থেকেই সাজিয়ে গুছিয়ে প্রতিদিন খোলা হচ্ছে দোকান। এলাকাবাসীদের বিরোধীতাকেও পাত্তা দিচ্ছেন না দোকান মালিক। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াচ্ছে বর্ধমান শহরের ১নম্বর ওয়ার্ডের কাঁটাপুকুর এলাকায়।
উল্লেখ্য, গত দুদিন আগেই এই এলাকার এক বাসিন্দার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আর এরপরই বর্ধমান থানার পুলিশ ওই ব্যক্তির বাড়ি সহ বাড়ির সামনের অংশকে বাঁশ দিয়ে ঘিরে দেয়। পাশাপাশি গলির ঠিক উল্টোদিকের কয়েকটি দোকান কে আগামী ১৪দিন সম্পূর্ণ বন্ধ রাখার জন্য জানিয়ে দিয়ে যায়।
কিন্তু এরপরেও প্রতিদিন নিয়মকরে সকাল থেকেই খুলে দেওয়া হচ্ছে রমেশ সাউ, বসন্ত সাউয়ের মুদিখানা দোকান। মানুষও ভিড় জমাচ্ছেন নিজেদের প্রয়োজনে। অনেকের মুখেই থাকছে না মাস্ক। মানছেন না করোনা বিধি। প্রশাসনের কাছে এই বিষয়ে জানানোর পর দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দেওয়া হয়েছে।